Daily

বাস্তবে জীবিত হলেও,ভোটের তালিকা বলছে তিনি মৃত। তাই গনতন্ত্রের এই মহোৎসবে সামিল হতে পারলেন না সত্যবালা মণ্ডল। ঘটনা নতুন না হলেও হতাশাজনক তো বটেই।
বুথে ভোট দিতে গিয়ে এমনই ঘটনার সম্মুখীন হতে হল বছর পঞ্চাশের সত্যবালা মণ্ডলকে। ঘটনাটি ঘটেছে মানিকচক বিধানসভার ১১২ নং বুথের মানিকচক শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে ভোটকেন্দ্রের সামনে ধর্নায় বসেন ওই মহিলা। তাঁর অভিযোগ, মাস চারেক আগে মৃত্যু হয় তাঁর বাবার। ভোট আধিকারিকরা ভুলবশত বাবার বদলে তাঁর নাম মৃত বলে ঘোষণা করে দিয়েছে বলে জানান তিনি। তবে শেষ পর্যন্ত তাকে ভোট দিতে দেয়া হয়নি বলেই জানা গিয়েছে। মালদার বেশ কিছু বিধানসভা কেন্দ্রে এধরণের বিক্ষিপ্ত ঘটনা উঠে এসেছে।
প্রশান্ত দাস, মালদা