Daily

দেওয়ালে ঠেকলে পীঠ , লড়াই জীবন। প্রবাদ বাক্যটা অক্ষরে অক্ষরে মিলে গেল আফগান মুলুকে বন্দুকের সামনে দাঁড়িয়ে থাকা মহিলার সাথে। তালিবানের বন্দুকের সামনে নির্ভয়ে দাঁড়িয়ে আফগান মহিলা, ভাইরাল ছবি। বিন্দুমাত্র ভয়ের রেশটুকুও নেই তার চোখে। বরং তাক করা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে তালিবান বাহিনীর চোখে চোখ রেখে চালিয়ে যাচ্ছেন প্রতিবাদ। নির্দ্বিধায়, নির্ভয়ে।
সম্প্রতি তালিবান সরকার গঠনের পরই আফগানিস্তান জুড়ে জারি হয়েছে শরিয়ত আইন। যেখানে উল্লেখ রয়েছে মহিলাদের ঘরবন্দি থাকতে হবে। যা আমাদের কারোরই অজানা নয়। কিন্তু কেন? আর আফগানিস্তানে সরকার গঠন ও পঞ্জশির দখলের লড়াইতে তালিবানদের মদত দিচ্ছে পাকিস্তান। আর ঠিক এই বিষয়ের প্রবিবাদ করতেই রাস্তায় নামেন একদল আফগান। মহিলা, পুরুষ নির্বিশেষে। খবর পেয়ে বিক্ষোভ রুখতে ঘটনাস্থলে পৌঁছয় সশস্ত্র তালিবান বাহিনী। সোজা বন্দুক তাক করেন প্রতিবাদী মহিলার দিকে। কিন্তু বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও একইরকম ভাবে গর্জে ওঠেন তিনি। আর এই ছবিতেই তোলপাড় এখন গোটা বিশ্ব।
যদিও তালিবানের এই শরিয়ত আইন ভেঙ্গে সেদেশের মহিলারা আদৌ জীবনের, জীবিকার মূলস্রোতে ফিরতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। তবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিবাদের এই ভাষা অবাক করেছে গোটা বিশ্বকে।
ব্যুরো রিপোর্ট