Daily

আর তিন বছরের মধ্যেই জনসংখ্যার নিরিখে চিনকে টপকে যাবে ভারত। এমনই ইঙ্গিত দিচ্ছে রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা। আর জনসংখ্যা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ি করা হচ্ছে ভারতের দুই রাজ্যকে- বিহার এবং উত্তরপ্রদেশ।
জানা গিয়েছে, বিহারে ফার্টিলিটি রেট সবচেয়ে বেশি। তার পিছনেই রয়েছে উত্তরপ্রদেশ। বিহারে ফার্টিলিটি রেট ৩ শতাংশের বেশি। অন্যদিকে দক্ষিণের রাজ্য সহ পশ্চিমবঙ্গ জনসংখ্যা নিয়ন্ত্রণে যথেষ্ট সফল।
রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ভারতে জনসংখ্যা ছিল ১৩৭ কোটি। চিনে জনসংখ্যা ছিল ১৪৩ কোটি। কিন্তু দেখা যাচ্ছে, যে হারে বিহার এবং উত্তরপ্রদেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে চিনকে জনসংখ্যায় হারিয়ে দেওয়া আর কয়েক বছরের ব্যপার। মনে করা হচ্ছে, আর তিন বছরের মধ্যেই বিশ্বে সর্বাধিক জনসংখ্যা হবে ভারতেই।
উল্লেখ্য, বিহার এবং উত্তরপ্রদেশে যখন ফার্টিলিটি রেট কার্যত দেশের মধ্যে সর্বাধিক তখন ফার্টিলিটি রেট সর্বাপেক্ষা কম রয়েছে সিকিমে- ১.৫ শতাংশ।
ব্যুরো রিপোর্ট