Prime
Daily
এখন টাকা তোলা আরও সহজ, তুলুন আধার কার্ডের মাধ্যমে
By BPN Desk | October 17, 2021
Daily
আপনার আধার কার্ডটি কি ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযোগ করা রয়েছে? ডেবিট কার্ড দিয়ে টাকা তুলতে পারুন আর নাই পারুন, আধার কার্ড দিয়ে পারবেন। শুধু আধার কার্ডটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত আছে কিনা দেখে নিন।
শুধুমাত্র টাকা তোলাই নয়, টাকা জমাও করতে পারবেন, বা ব্যালান্স চেকও করতে পারবেন। এবার থেকে আধার এনাবেল্ড পেমেন্ট সিস্টেম পরিষেবার মাধ্যমে জমানো টাকা এবার তুলতে পারবেন গ্রাহকরা। করোনা পরিস্থিতিতে টাকার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো।
আধার লিঙ্ক করা এটিএম মেশিনের মাধ্যমে ক্যাশ তুলতে পারবেন এবার থেকে। এই পরিষেবা পেতে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট ও মোবাইল নম্বর আপনার ডেবিট কার্ডের মতই কাজ করবে। আলাদাভাবে পিন দেওয়ার কোনো প্রয়োজন নেই।
ব্যুরো রিপোর্ট