Prime
Daily
টিকাকরণ ত্বরান্বিত করতে ১০০০ কোটি দান উইপ্রোর
By Business Prime News | July 8, 2021
Daily
গতবারের পর এবার আরও একবার মানবিক দেশের প্রথম শ্রেণীর আইটি সংস্থা উইপ্রো। করোনা মোকাবিলায় টিকাকরণ জরুরি। আর সেই টিকাকরণ প্রক্রিয়াতে যাতে ছিঁটে ফোঁটা গাফিলতি না থাকে তাই ১০০০ কোটি টাকা দেয়ার কথা ঘোষণা করলো এই আইটি সংস্থা।
পাশাপাশি বহুদিন ধরে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তাই শিক্ষক এবং ছাত্রছাত্রীদের অতি সত্বর টিকাকরণ করিয়ে বন্ধ শিক্ষা ব্যবস্থাকে অবিলম্বে চালু করার কথা বলেছেন উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি। থেমেছে শিল্পের চাকাও। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বেশ। তাই টিকাকরণ আবশ্যিক।
এই প্রথম নয়, এর আগেও ১১২৫ কোটি টাকা দান করেছে উইপ্রো। একইসঙ্গে করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের বিনা পরীক্ষায় পরবর্তী শ্রেণীতে তুলে দেওয়া যে বিশাল শূন্যের সৃষ্টি হলো সে বিষয়েও হতাশা প্রকাশ করেন প্রেমজি।
ব্যুরো রিপোর্ট