Market

ভালো খবর উইপ্রো কর্মীদের জন্য। সংস্থাটি তার ৮০% কর্মীদের বেতন আগামী সেপ্টেম্বরেই বাড়াতে চলেছে। এই নিয়ে দ্বিতীয় বারের জন্য উইপ্রো এমন সিদ্ধান্ত নিল দেশের টেক-সেক্টরে তাদের উপযুক্ত কর্মীদের ধরে রাখার জন্য। অ্যাসিসটেন্ট ম্যানেজারের অধস্তন সমস্ত পদেই উপযুক্ত কর্মীদের বেতন বৃদ্ধি হবে। জানুয়ারি মাসেও এমন বৃদ্ধির মুখ দেখেছিলেন উইপ্রোকর্মীরা।
গত মার্চ মাস পর্যন্ত কোম্পানির কর্মীসংখ্যা ছিল ১,৯৭,৭১২ জন। সংস্থা সূত্রে খবর, এই বছর আরও নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়েছে উইপ্রো। তার জেরে ১৮ হাজার ফ্রেশার নেওয়া হবে বলে জানান হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই কঠিন পরিস্থিতিতে নিঃসন্দেহে যা হাসি এনেছে কর্মীদের মুখে।
ব্যুরো রিপোর্ট