Market

কোম্পানির সার্বিক উন্নয়ন এবং আর্থিক স্বাস্থ্য ফিরিয়ে আনতে উইপ্রো AI এর ওপর বেশ একটা বড় রকমের ঝুঁকি নিতে চলেছে। আর সেই কারণেই আগামী তিন বছরে প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা ভেবেছে সংস্থাটি।
সম্প্রতি এক সংবাদ সংস্থার কাছে উইপ্রো র সি.ই.ও থিওরি ডেলাপোর্ট এই বিনিয়োগের কথা জানিয়েছেন। তিনি আরও জানান যে, এই বিরাট অঙ্কের টাকা ৩ বছর ধরে বিভিন্ন ধাপে খরচ করা হবে। এই পদক্ষেপটি বাস্তবায়িত হলে কোম্পানির সম্পদ,প্ল্যাটফর্ম এবং অফারগুলি বৃদ্ধি পাবে। এই উদ্যোগকে সফল করতে যে বিনিয়োগ হবে তার ৭৫% আসবে সাংগঠনিক অংশ থেকে এবং বাকি ২৫% আসবে অর্থায়ন অধিগ্রহন থেকে। এছাড়াও উইপ্রো ভেঞ্চারস থেকেও সুবিধা নেওয়া হবে বলে তিনি জানান। এই উইপ্রো ভেঞ্চারস হল সংস্থার একটি ইনভেস্টমেন্ট শাখা যা বিভিন্ন স্টার্টআপ ব্যবসায় বিনিয়োগ করে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
কিন্তু এই AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে সংস্থার এই বিশাল বিনিয়োগে সিন্দূরে মেঘ দেখছেন কোম্পানির কর্মচারীরা।কারণ, AI গ্রাহক পরিষেবার কাজ, জালিয়াতি শনাক্তকরণ, মান নিয়ন্ত্রন,ব্যবসার অপারেশনাল প্রক্রিয়ায় সাহায্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মানুষের থেকে অনেক ভালো ও স্বয়ংক্রিয় ভাবে কাজ করতে পারে। তাই এই AI এর প্রচলন শুরু হলে এক বড় সংখ্যায় কর্মী ছাঁটাই হতে পারে। আ র এতে বাড়বে বেকারত্ব। আর এই বেকারত্ব বাড়লে ভারতীয় অর্থনীতিতে তার কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পরবে তা বলার অপেক্ষা রাখে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ