Trending
উইন্ডোজ ১১ এর সঙ্গে আসতে চলেছে মাইক্রোসফট স্টোর। এমনকি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট। যে সকল কম্পিউটারে এই উইন্ডোজ ১১ থাকবে সেই সকল কম্পিউটারেই ব্যবহার করা যাবে এই অ্যাপস। মাইক্রোসফট হাত মিলিয়েছে অ্যামাজন অ্যাপ স্টোরের সঙ্গেও। কিন্তু উইন্ডোজ ১১ এ কীভাবে চলবে এই অ্যান্ড্রয়েড অ্যাপ?
জানা গিয়েছে, কম্পিউটারে অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করতে গেলে অ্যামাজন অ্যাপ স্টোর ডাউনলোড করাটা অত্যন্ত জরুরি। তারপর অ্যামাজন অ্যাকাউন্ট ব্যবহার করেই সাইন ইন করা যাবে। অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে নিয়ে আসবে মাইক্রোসফট। যার মধ্যে রয়েছে ডিজনি, হটস্টার, টিকটক, নেটফ্লিক্স, পিন্টারেস্ট, উবর সহ একগুচ্ছ জনপ্রিয় অ্যাপ। গুগল প্লে স্টোরের সব অ্যাপ পাওয়াও যাবে না।
উইন্ডোজ ১১ আপডেট করার জন্য কোন অতিরিক্ত খরচ করতে হবে না গ্রাহকদের। সব উইন্ডোজ ১০ গ্রাহককে উইন্ডোজ ১১ একেবারে নিখরচায় দেবে কোম্পানি। তবে মনে করা হচ্ছে, উইন্ডোজ ১১ এর বেসিক কনফিগারেশন সাপোর্ট থাকলেই পাওয়া যাবে এই আপডেট। চলতি বছরের শেষেই পাওয়া যাবে এই আপডেট। তার জন্য কম্পিউটারের হেল্থ চেক আপ ডাউনলোড করতে হবে। মনে করা হচ্ছে, ২০২২ সালের শুরুর দিকে এই আপডেট চলে আসবে।
ব্যুরো রিপোর্ট