Trending
বন্ধ হতে চলেছে উইন্ডোজ ১০। ২০২৫ সালের ১৪ অক্টোবর বন্ধ হয়ে যাবে উইন্ডোজের এই ভার্সনের যাবতীয় সাপোর্ট। জানাল, উইন্ডোজ নির্মাতা সংস্থা মাইক্রোসফট। সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উইন্ডোজ ১০ (হোম), প্রো, প্রো ফর ওয়ার্কস্টেশন এবং প্রো ফর এডুকেশনের যাবতীয় সাপোর্ট বন্ধ হয়ে যাবে ২০২৫ এর ১৪ অক্টোবর।
উইন্ডোজ ১০ আত্মপ্রকাশ করার পর সেইসময় মাইক্রোসফটের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় উইন্ডোজের এই ভার্সনই হতে চলেছে সর্বশেষ ভার্সন। কিন্তু সম্প্রতি সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে উইন্ডোজ ১১। উইন্ডোজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, সংস্থা উইন্ডোজ ১১ প্রকাশ করবে হয়ত ২৪ জুনে। সেইদিনেই উইন্ডোজের এই ভার্সন নিয়ে যাবতীয় তথ্য সকলের সামনে রাখা হবে। ভারতীয় সময় রাত ৮:৩০ নাগাদ একটি ইভেন্টের মাধ্যমে তুলে ধরা হবে উইন্ডোজ ১১ ভার্সন সংক্রান্ত যাবতীয় তথ্য।
সংস্থার সিইও সত্য নাদেলা জানিয়েছেন, নেক্সট জেনারেশন উইন্ডোজ আপডেট হতে চলেছে আগের সবকটির থেকে একেবারে আলাদা। যেখানে ক্রিয়েটর এবং ডেভেলপার দুজনের কথা মাথায় রেখে এই আপডেট নিয়ে আসা হচ্ছে। উইন্ডোজ ১০ গোটা বিশ্বে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। যার ব্যবহার ছড়িয়ে পড়েছে দেশে, বিদেশে সর্বত্র। এখন দেখার উইন্ডোজ ১১ কতটা সাফল্য ধরে রাখতে পারে।
ব্যুরো রিপোর্ট