Daily

করোনা পরিস্থিতিতে বিদ্ধস্ত অর্থনীতি। বন্ধ হচ্ছে সংস্থা, বাড়ছে বেকারত্ব। মাইনে বৃদ্ধি তো দূর বরং কমেছে বেতনের পরিমান। একই অবস্থা সরকারি কর্মীদেরও।
এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ কেন্দ্রীয় সরকারি কর্মীদের, ডিএ, ডিআর ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা। চিন্তায় কর্মচারীরা। জুলাই মাসে যদিও বা বেতন বৃদ্ধির একটা আভাস পাওয়া যায়, তাও ভুঁয়ো বলে উড়িয়ে দেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। যদিও সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী সেপ্টেম্বরে বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন।
আদৌ কি সেপ্টেম্বরে বাড়বে ডিএ? অর্থ মন্ত্রকের বৈঠকে এই প্রস্তাব গৃহীত হলেও বলা হয়েছে বিভিন্ন বিভাগের মধ্যে দিয়ে এই প্রস্তাব অনুমোদিত হয়, সেখানে প্রপোজাল পাঠানো হবে। এদিকে, ডিএ, ডিআর-এর উপর নির্ভর করে মধ্যবিত্ত তথা পেনশনভোগী মানুষের সংসার। সব মিলিয়ে গোটা বিষয়টা নিয়ে এখন সুনিশ্চিত হতে পারছেন না তারা।
ব্যুরো রিপোর্ট