Market

ব্যাঙ্কিং সেক্টরের বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকার ২০২২ সালের কেন্দ্রীয় বাজেটে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে যে ব্যাঙ্কগুলি দুর্বল, সেগুলিকে বেসরকারিকরণ করা হতে পারে। যদিও, ট্রেড ইউনিয়নের বিরোধিতার কারণে এই পরিকল্পনা সফল করা সরকারের জন্য সহজ হবে না বলে ধারণা, বিশেষজ্ঞ মহলের একাংশের।
অন্যদিকে, আইডিবিআই ব্যাঙ্কের অন্যতম পরিচালক সুরেশ খাতানহার জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকার লো পারফর্মিং কয়েকটি পাবলিক সেক্টর ব্যাঙ্কের বেসরকারিকরণের ওপর জোর দিতে পারে। এর পাশাপাশি, অর্থনৈতিক দিক থেকে সবল পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মূলধনের পরিমাণ আরও বৃদ্ধি করার বিষয়ে অগ্রণী ভূমিকা নিতে পারে কেন্দ্র।”
তবে,পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ সরকারের একটি বহুদিনের পুরনো এজেন্ডা। যদিও এখনও পর্যন্ত সরকার শুধুমাত্র কয়েকটি রাষ্ট্রীয় ব্যাঙ্ককে একই ছাতার নিচে আনতে সক্ষম হয়েছে। ২০১৯ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণার পর ১০টি সরকার-পরিচালিত ব্যাঙ্ককে যুক্ত করে ৪টি ব্যাঙ্কে পরিণত করা হয়েছে। উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ককে অধিগ্রহণ করে নেয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর পিএনবি ভারতের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্কে পরিণত হয়।