Daily

প্রতিবছর নির্দিষ্ট সময়ে সরকারী কর্মীদের DA বা মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়ে থাকে সরকারের তরফ থেকে। মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে বেতনের সঙ্গে সঙ্গে নিয়ম করে বাড়ানো হয় এই মহার্ঘ ভাতা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ডিয়ারনেস অ্যালাউন্স পেয়ে থাকেন বেতনের সঙ্গেই। তাই এবারেও কর্মীরা কার্যত মুখ চেয়ে রয়েছে এই DA বাড়ার দিকে।
উল্লেখ্য প্রতিবছরই মার্চ ও সেপ্টেম্বর মাস করে বাড়ানো হয় মহার্ঘ ভাতা। ইতিমধ্যেই শুরু হয়েগিয়েছে সেপ্টেম্বর মাস। প্রায় গোটা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। গনেশ চতুর্দশীর পর এবার দুর্গা পুজো ও দীপাবলীর অপেক্ষায় দেশবাসী। তাই এই উৎসবের আমেজে যদি বাড়তি টাকার মুখ দেখা যায়, তাহলে উপকৃত হবেন অনেকেই। সূত্রের খবর, এ মাসেই মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা হতে পারে ।
মূলত মূল্যবৃদ্ধির সাথে পাল্লা দিতে দেওয়া হয় এই DA। বর্তমানে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের লেবার ব্যুরোর অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইনডেক্সের মাধ্যমে মূল্যবৃদ্ধি নির্ধারণ করা হয়। করোনা পরিস্থিতির কারণে ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে দেড় বছর আর কোনও মহার্ঘ ভাতা বাড়েনি। তাই সরকারি কর্মীরা মনে করছেন এ বছর দ্বিতীয়বার ডিএ বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ