Daily

হাতির হানা লেগে থাকেই জঙ্গলমহলে। মাঝেমধ্যেই বুনো হাতির দল এলাকায় চলে আসে। এভাবেই প্রাণ হাতে করে দিনের পর দিন কাটিয়ে যান সেখানকার মানুষেরা। কিন্তু সবদিন সমান যায় না। কখনও মৃত্যুর সঙ্গেও সাক্ষাৎ হয়ে যায়।
শুক্রবার ভোরে বাঘমুণ্ডির অযোধ্যা পাহাড়ে বাঁধডি গ্রামে বুনো হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। তাঁর নাম বুদ্ধেশ্বর সিং মুড়া। বয়স পঁয়ত্রিশ। তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো। এছাড়াও রাজ্য সরকারের অনুপ্রেরণায় এবং অযোধ্যা বনদপ্তরের সহযোগিতায় মৃত পরিবারের হাতে আড়াই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেন বিধায়ক ও অযোধ্যা বনদপ্তরের রেঞ্জার সানোয়াজ ফারুক আহমেদ। এছাড়াও সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন, তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি তথা জেলা কমিটির সদস্য শিবুরাম কিস্কু, জেলা কমিটির সদস্য অখিল সিং সর্দার, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সদস্য পতিত পাবন মুড়া সহ, জেলা পরিষদের অচিরাচরিত, ক্ষুদ্র বিদ্যুৎ কর্মাধ্যক্ষা নমিতা সিং মুড়া সহ অন্যান্য নেতৃত্বগণ।
জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া