Market
দেশের বাজারে চোখ রাঙাতে শুরু করেছিল গম। মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে মোদী সরকার। এই পদক্ষেপ দেশবাসীর জন্য বড় রকমের সুরাহা দিলেও ইউরোপবাসীর জন্য তৈরি করল সমস্যা। ইউরোপে গমের মূল্যবৃদ্ধি কার্যত ছেঁকা দিচ্ছে সাধারণ মানুষকে। সেখানে টন প্রতি গমের দাম পৌঁছে গিয়েছে ৪৫৩ ডলারে। গমের এমন মূল্যবৃদ্ধির নজির তেমন একটা সাম্প্রতিক অতীতে দেখেনি ইউরোপবাসী। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কবে গমের মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই পাবেন ইউরোপের সাধারণ মানুষ?
প্রসঙ্গত জানিয়ে রাখা প্রয়োজন, ইউরোপের বাজারে গমের সিংহভাগ রফতানি করত ইউক্রেন। কিন্তু রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার কারণেই মুখ থুবড়ে পড়ে সে দেশের গম রফতানি। যে কারণে বিশ্ববাজারে গম রফতানিতে লাগে ভাটার আঁচ। এই পরিস্থিতিতে এগিয়ে আসার কথা জানায় ভারত। বিশ্বে দ্বিতীয় সর্বাধিক গম উৎপাদনকারি দেশ হিসেবে ভারত প্রয়োজনে গম রফতানির সিদ্ধান্ত নেয়। ভারতে গমের যে বিপুল ফলন হয়েছিল, সেদিকে তাকিয়েই কেন্দ্রের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ৯টি দেশে গম রফতানি করার জন্য সবদিক খতিয়ে দেখতে পৌঁছে যাবে বাণিজ্য দল। কিন্তু দেখা গেল, যে হারে দেশে গমের দাম বাড়তে শুরু করেছিল, তার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারত আটার দামে। চাপ বাড়ত দেশবাসীর উপরে। আর তাই গমের দাম নিয়ন্ত্রণে রাখতে গম রফতানির সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় কেন্দ্র। ফলে বিশ্বের বেশ কিছু দেশ গম আমদানির জন্য তাকিয়েছিল ভারতের দিকে। এদিকে দেশের গম চাষিরাও বিদেশে গম রফতানি করার সুযোগ হাতছাড়া করতে চায়নি। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই আকস্মিক সিদ্ধান্তের জেরেই ইউরোপের বাজারে গমের দামে লেগেছে আগুন। আপনার কি মনে হয়? জানান আমাদের। একইসঙ্গে আমাদের কমেন্ট বক্সে জানান, ভারতে গমের দাম কেন বাড়ছিল? আর কেনই বা বিদেশে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র? আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ