Market

দেখা যাচ্ছে না তেমন লাভের মুখ। উল্টে খরচ হচ্ছে সময়। আর যে কারণে সুপার ডেলি পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল দেশের প্রথম সারির অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগি। দিল্লি-এনসিআর, মুম্বই, পুনে, হায়দ্রাবাদ বা চেন্নাইয়ের মত একাধিক শহরে পরিষেবা বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে সংস্থার তরফে। কিন্তু কী এই সুপার ডেলি পরিষেবা?
সুইগি সুপার ডেলি পরিষেবা চালু করে অতিমারির সময় থেকে, যখন সংক্রমণ এড়াতে বন্ধ রাখা হয়েছিল বাজার। সেই সময় সাধারণ মানুষও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে কিছুটা সমস্যার মধ্যে পড়েন। সংকটমোচনে তখন সংস্থার পক্ষ থেকে চালু করা হয় এই সুপার ডেলি পরিষেবা। যেখানে মুদিখানার পণ্য থেকে দুধ, সাবান, তেল, শ্যাম্পুর মত বিভিন্ন পণ্যের দোরে দোরে পরিষেবা দিচ্ছিল সুইগি। কিন্তু সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই পরিষেবা দিয়ে বর্তমানে তেমন একটা লাভের মুখ দেখতে পাচ্ছে না সংস্থা। উল্টে সময় এবং অর্থ- অপচয় হচ্ছিল দুইই। আর যে কারণে সুইগির তরফ থেকে এই পরিষেবা সন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ মে থেকে পাওয়া যাচ্ছে না এই পরিষেবা। অর্ডার নেওয়া বন্ধ হয়ে গিয়েছে ১০ মে থেকে। অগ্রিম দেওয়া গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ