Trending
২০০৯ সালে রিলিজ করেছিল অ্যাভাটার। জেমস ক্যামেরনের ডিরেকশনে অ্যাভাটার টেকনোলজি আর গ্রাফিক্সে একটা নতুন ডাইমেনশন নিয়ে আসে সিনেওয়ার্ল্ডে। ২ বিলিয়ন ডলারের বেশি রোজগার করেছিল সিনেমাটা। এর ঠিক ১৩ বছর পর আবার রিলিজ করতে চলেছে অ্যাভাটারের সেকেন্ড পার্ট- দ্য ওয়ে অফ ওয়াটার। ক্যামেরন মানে সিনেপ্রেমীদের মনে তৈরি হয় আলাদা উত্তেজনা। আর অ্যাভাটারের সেকেন্ড পার্ট নিয়ে অনেকদিন ধরে এক্সপেকটেশন তো ছিলই। এবার গ্লোবালি সিনেমাটা রিলিজ করতে চলেছে এই বছর ১৬ ডিসেম্বর। কিন্তু খবর তো এটা নয়। খবর হচ্ছে দ্য ওয়ে অফ ওয়াটারের প্রিকুয়েল নিয়ে মানে অ্যাভাটার নিয়েই।
ইন্ডিয়াতে অ্যাভাটার পার্ট ১ আবার রিলিজ করতে চলেছে এই বছর ২৩ সেপ্টেম্বর। ঠিক সেকেন্ড পার্ট রিলিজ হওয়ার তিন মাস আগে। আর সবথেকে বড় কথা হল, এই সিনেমাটি দেখানো হবে সব ধরণের ফরম্যাটে। যেমন আইম্যাক্স, ৪কে আর থ্রিডি তো বটেই। অ্যাভাটারের টিম বলছে, ইন্ডিয়াতে আরেকবার ফার্স্ট পার্ট রিলিজ করার কারণ হচ্ছে, যাতে ইন্ডিয়ার সিনেপ্রেমীরা আরেকবার অ্যাভাটারকে ঝালিয়ে নিতে পারেন। অ্যাভাটার ২ দেখার জন্য যাতে সিনেপ্রেমীদের খুব একটা অসুবিধে না-হয়। এখানেই বলে রাখি, অ্যাভাটারঃ দ্য ওয়ে অফ ওয়াটার ইন্ডিয়াতে রিলিজ করবে ইংলিশ, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায়। ফার্স্ট পার্টের মতন সেকেন্ড পার্টেও ফিরছে অ্যাভাটারের পুরনো ক্রু। পরিচালক থেকে প্রযোজক, অভিনেতা থেকে প্রোডাকশন কোম্পানি প্রত্যেকেই ফিরছে ফার্স্ট পার্টের মতনই। অ্যাভাটারের সেকেন্ড পার্টের বাজেট রাখা হয়েছে ২৫০ মিলিয়ন ডলার মতন।
এখন অ্যাভাটার মানেই তুমুল উত্তেজনা। বক্স অফিসে বিলিয়ন ডলারের আয়। অ্যাভাটারের সেকেন্ড পার্ট রিলিজ করলে আশা করা যায়, এই ব্যবসা ছাড়িয়ে যাবে ফার্স্ট পার্টকেও। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাভাটার ফার্স্ট পার্টের রি-রিলিজ কি ইন্ডিয়াতে অ্যাভাটার সেকেন্ড পার্টের ব্যবসাকে আরেকটু বুস্ট করবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। মতামত জানান, আমাদের কমেন্ট বক্সে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ