Market
বি পি এন ডেস্ক : একে রামে রক্ষে নেই, সুগ্রীব তায় দোসর। ইভিএম না খুললে নির্বাচনের হলকা থেকে রেহাই নেই রাজ্যবাসীর। কিন্তু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই পাওয়া যেতেই পারে। তার জন্য সরকারি আয়ে কোন ক্ষতি হবে না। আবার হাঁফ ছেড়েও বাঁচবেন সাধারণ মানুষ। এমনটাই মত আর্থিক বিশ্লেষকদের। তাঁদের দাবি কেন্দ্রীয় সরকার মনে করলে শুল্ক থেকে কমাতে পারে ৮.৫০ টাকা। এবং তার জেরে এক ধাক্কায় কমতে পারে পেট্রোল–ডিজেলের দাম। কিন্তু এই প্রস্তাব রয়ে গেল সরকারের উপেক্ষার খাতাতেই। কেন্দ্রের বক্তব্য, এই অর্থবর্ষে কোনভাবেই কমানো যাবে না পেট্রোল ডিজেলের মূল্য। এবারের বাজেটে শুল্ক থেকে ৩.২ লক্ষ কোটি টাকা আয়ের মাত্রা ধার্য করেছে কেন্দ্র। আর শুল্ক না কমলে সরকারি খাতে ঢুকবে ৪.৩৫ লক্ষ কোটি টাকা। তাই শুল্ক কমে গেলেও ঘাটতি হবে না কেন্দ্রের লক্ষ্যে। এদিকে নেতারা যখন বারবার বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামকেই মূল্যবৃদ্ধির জন্য দায়ি করেছেন তখন পরিসংখ্যান বলছে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত অপরিশোধিত তেলের দাম ব্যারেলে প্রায় চার ডলার পর্যন্ত কমেছিল। তারপরেও কেন তেলের দাম রইল ঊর্ধ্বমুখী? উত্তরের আশায় দেশবাসী।