Trending
এবার ক্লাউড গেমিং ওয়ার্ল্ডে মেগা এন্ট্রি নিতে চলেছে ওটিটি জায়েন্ট নেটফ্লিক্স। নিজেদের পপুলারিটি ধরে রাখতে এবারে আর কোন ভুল নয়। তাই একেবারে কোমর বেঁধে এক্সপার্টদের খোঁজে চলছে নাকাতল্লাশি। অ্যাপেল আরকেড, গুগল স্টাডিয়া, অ্যামাজন লুনার মত গেমিং সার্ভিস দিতে নাছোড়বান্দা নেটফ্লিক্স এবার বিপুল কর্মসংস্থানের পথে হাঁটতে পারে বলে জানা গিয়েছে।
লক্ষ্য একটাই আরও বেশি ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার বাড়ানো। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সাবস্ক্রাইবার সংকটে ভুগছে তারা। আর সেক্ষেত্রে ক্লাউড গেমিং-এর বিকল্প আর কি হতে পারে? গেমিং-এ ভীষণভাবে ইন্টারেস্ট রয়েছে Gen Z-এর। যত দিন এগোচ্ছে, গেমিং-এর ডিম্যান্ড বাড়ছে বিশ্বজুড়ে। তাই সাবস্ক্রাইবার টানতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো ওটিটি জায়েন্ট সংস্থাটি।
সম্প্রতি ‘Into the Breach’ এবং ‘Before Your eyes’ নামে দুটো গেম লঞ্চ করেছে নেটফ্লিক্স। তবে এই দুটো গেমই গেমিং ওয়ার্ল্ডে একেবারে ফ্লপ। নেটফ্লিক্স –এর টোটাল সাবস্ক্রাইবারের মাত্র ১ শতাংশ নাকি এই গেম খেলছে। তবে অদ্ভুতভাবে ‘Stranger Things’ গেমের মাধ্যমে মিরাকল করেছে তারা। আর এই সাকসেস স্টোরিই নেটফ্লিক্সকে আরও গেম তৈরির জন্য উৎসাহ জুগিয়েছে। সম্ভবত এই বছরের শেষের দিকেই আরও ৫০ টি গেম নিয়ে আসতে চলেছে তারা।
গোটা বিশ্বের ইয়াং জেনকে ভিডিও গেম-এ ইনভল্ভ করে রাখতে চাইছে তারা। যাতে নেটফ্লিক্সে নতুন শো রিলিজ করলে সেটার প্রচার করা সহজ হয়। কিন্তু মার্কেট ধরতে রীতিমত বেগ পেতে হচ্ছে তাদের। আর সেই গত নভেম্বর থেকেই চলছে এই ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। অগত্যা, ওটিটি প্ল্যাটফর্মে নিজের জায়গা ধরে রাখতে ধরাশায়ী নেটফ্লিক্স। তবে, এখনও হাল ছাড়েনি তারা। এখন গেমিং ওয়ার্ল্ডে তাদের এফোর্ট কতটা এফেক্টিভ হয়, সেটাই দেখার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ