Market
শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য ভরসার জায়গা তৈরি করে দিয়েছে টাটা। টাটার বিভিন্ন স্টকে বিনিয়োগ করলে লক্ষ্মীলাভ যে হবেই সে ব্যপারে অনেকটাই নিশ্চিন্ত থাকেন লগ্নিকারিরা। যাদের মধ্যে অন্যতম রাকেশ ঝুনঝুনওয়ালা। তাঁর অন্যতম পছন্দের স্টক হচ্ছে টাটার স্টক। এবার সেই টাটারই অন্যতম স্টক টাইটানে বিনিয়োগ করলে লাভের অঙ্ক ভালোরকম দেখতে পাওয়া যাবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, টাইটান বিনিয়োগকারীদের ভালোরকম লাভের মুখ দেখাতে পারবে। বর্তমানে টাইটান স্টক তাদের নির্ধারিত দামের থেকে ২৪% কম দামে পাওয়া যাচ্ছে। আর যে কারণে এই মুহূর্তে টাইটানের স্টক বিনিয়োগকারীদের জন্য মাস্টারস্ট্রোক হতে পারে। এমনকি বেশ কয়েকটি ব্রোকারেজ সংস্থাও এই টাইটানে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। যার মধ্যে অন্যতম আইসিআইসিআই ডাইরেক্ট। এই ব্রোকারেজ সংস্থার মতে টাইটান নিজেদের ব্যবসা বৃদ্ধির দিকে অনেক বেশি নজর দিয়েছে। ফলে টাইটানে বিনিয়োগ করলে দেখা যেতে পারে ভালো রকম লাভের মুখ। এছাড়া অন্যতম ব্রোকারেজ সংস্থা মোতিলাল অসওয়ালও টাইটানে বিনিয়োগ করার ব্যপারে অনেকটা আগ্রহ দেখিয়েছে।
এখানেই বলে রাখা প্রয়োজন, আজ টাইটানের শেয়ারের গতি বেশ ঊর্ধ্বমুখী। এমনকি প্রতি শেয়ারের দাম বেড়েছে ৬০ টাকা মতন। তাই সবদিক বিবেচনা করে টাইটানে বিনিয়োগ করলে লাভের মুখ দেখতে পাওয়া যাবে বলেই মনে করছেন লগ্নিকারীরা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ