Market
লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC। দেশের শেয়ার বাজারে যার IPO ছাড়া নিয়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছিল বিনিয়োগকারীদের মধ্যে। কিন্তু বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হল এলআইসি। IPO ছাড়ার প্রথম সপ্তাহেই LIC-র প্রতিটি শেয়ারের দর কমে যায় ৪% মতন। যা বিনিয়োগকারীদের মধ্যে যথেষ্ট সংশয় তৈরি করে LIC র IPO ছাড়া নিয়ে। কিন্তু প্রত্যাশা পূরণে কেন ব্যর্থ হচ্ছে LIC ?
LIC র এই ব্যর্থতার জন্য বেশ কয়েকটি কারণ তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন, শ্রীলঙ্কার দেউলিয়া হয়ে পড়া, একইসঙ্গে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বড়সড় প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সেই আঁচ এসে লেগেছে ভারতের শেয়ার বাজারেও। অন্যদিকে দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। একইসঙ্গে দুর্বল হয়ে পড়ছে ভারতের শেয়ার বাজার। আর যে কারণে LIC নিয়ে যে আশার আলো দেখা গিয়েছিল, সেটাই যেন ক্রমশ ফিকে হতে শুরু করে দিয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারে এমন ওঠানামার পরিস্থিতি তৈরি হলেও তার কোন সুদূরপ্রসারী প্রভাব পড়বে না। হ্যাঁ, বিনিয়োগকারীদের সাময়িক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদি প্ল্যান করলে বিনিয়োগকারীরা রিটার্ন পেতে পারে দ্বিগুণ। কারণ বিশেষজ্ঞদের বক্তব্য, দেশের সর্ববৃহৎ পাবলিক ইস্যুর উপরে আস্থা রেখে অনেকেই বিনিয়োগ করেছেন। সেই ফল একদিন তারা পাবেনই। শেয়ার বাজারের শুধু মাথা তুলে দাঁড়ানোর অপেক্ষা। আপাতত সেই আশাতেই দিন গুনছেন বিনিয়োগকারীরা।