Trending
ঘুরে দাঁড়াবে বাম। তার জন্য প্রয়োজন প্ল্যান, প্রোগ্রাম। কিন্তু বামেরা ঘুরে দাঁড়াবে কী করে? শুধু কেন্দ্রীয় কমিটির বৈঠক করে? লোকসভা ভোটে বামেদের পরাজয় লক্ষণীয়। শোচনীয় হার কেরলে হয়েছে। আর বাংলায় তো খাতা খোলার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ জমা হয়েছে সীতারাম ইয়েচুরির মত বামেদের শীর্ষ কর্তাদের কপালে। এই আবহেই শুক্রবার থেকে শুরু হয়েছিল কেন্দ্রীয় কমিটির বৈঠক। যেখানে আশা ভরসার কোন রূপরেখা হয়ত পাওয়া যাবে বলে ভেবেছিলেন সকলে। আত্মসমালোচনা হয়েছে, কাটাছেঁড়া হয়েছে। কিন্তু সিপিএমের ভোট দিন দিন কমেছে বাংলায়। ২০০৪ সালে যেখানে বাংলায় ভোটদানের হার বামেদের পক্ষে ছিল ৫০ শতাংশ মত, ২০২১ সালে সেটাই কমে যায় ৫ শতাংশে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে সেই ভোটের আসন কিছুটা হলেও বেড়েছে। কিন্তু সেটা কি বামেদের আশা ভরসা তৈরি করেছে? মানে বাংলায় হাল ফেরাতে লালেরা গ্রহণযোগ্যতা ফিরে পাচ্ছে?
বাম নেতাদের একাংশ বলছেন, বামেরা বাংলায় যেভাবে রাজনীতি করছে তা আসলে ভাষণের রাজনীতি। কারণ তাঁরা মনে করছেন বামেরা শাক দিয়ে মাছ ঢাকার রাজনীতি করতে চাইছে। যখন মমতার হকার উচ্ছেদ অভিযান রীতিমত বাংলার হকারদের মাথায় চিন্তার ভাঁজ ফেলল, তখন বামেদের সামনে দাঁড়াতে দেখা গেল না কেন? শুধু ভাষণ দিয়েই কী হবে? কেন কোন নেতৃত্ব সেভাবে দাঁড়াল না, এই প্রশ্নটাই এখন বামেদের অন্দরে ঘোরাফেরা করছে। আর এই আবহেই ভালোরকম দুশ্চিন্তা দেখাচ্ছেন সীতারাম ইয়েচুরি। শুক্রবার থেকে দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়েছে। সেখানেই সবথেকে বেশি উদ্বেগ ধরা পড়েছে কেরল এবং বাংলা নিয়ে। বাংলার থেকেও বেশি কেরল নিয়ে চিন্তা প্রকাশ করেছেন ইয়েচুরি। কেরল বাম দুর্গ হিসেবে চিরকালই পরিচিত। এখনো পর্যন্ত দেশে যে কটি রাজ্যে শিবরাত্রির সলতের মত উড়ছে বাম নিশান তার মধ্যে কেরল একটাই। সেখানে বিজেপি কিভাবে মাথাচাড়া দিয়ে উঠছে সেটাই এখন সবথেকে বেশি চিন্তার মেঘ ঘনিয়েছে। ২০২১ সালে কেরলে যা ভোট পেয়েছিল বামেরা, ২০২৪ সালে সেই ভোটের শতাংশ কমেছে ১০ শতাংশ। ৩ বছরে ১০ শতাংশ ভোট কমে যাওয়ার কারণ কী? বামেরা বলছে এটা ভীষণই বিপজ্জনক।
কেন্দ্রীয় কমিটির বৈঠক থেকে খবর, বামেরা কেরলে নতুন করে প্রভাব ছড়াচ্ছে বিজেপি। আর এখানেই বাংলার সঙ্গে কেরলের একটা বাম বিপর্যয় যোগসূত্র পাওয়া গিয়েছে। ইয়েচুরি ভয় পাচ্ছেন, বামেদের ভোট যেভাবে বাংলায় বিজেপি কেটেছে ঠিক তেমনই ভাবে কেরলে বামেদের ভোট কেটেছে বিজেপি। বাংলায় সিপিএমের দুর্দশার পিছনে বিজেপি কী রোল প্লে করেছে। বামেদের একটা বিশাল ভোট বাংলায় বিজেপির দিকে চলে গিয়েছে। এবার সেই একই বিষয় কেরলেও হচ্ছে কিনা সেটাই এখন সবথেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে এসবের জন্য কী উঁচু তলার বামে কর্মীরা কি নিচু তলার কর্মীদের উপর দায় চাপাবেন? একেবারেই না। কারণ বামেদের মাথারা নিচু তলার কর্মীদের উপর দায় চাপাতে রাজি নয়। বরং তাঁরা মনে করছেন, পুঙ্খানুপুঙ্খ বিচার করা উচিৎ। কিন্তু কতদিনে বামেরা এই শূন্যের বা বিপর্যয়ের গেরো থেকে বেরোতে পারবে সেটাই এখন প্রশ্ন। আপনারা যদি জানেন, তাহলে মতামত জানাবেন কমেন্ট বক্সে। সঙ্গে করবেন লাইক, শেয়ার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ