Market
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির অভাব মেটাতে রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনা নিয়ে শিরদাঁড়া সোজা রেখেছে ভারত। ভারতের এই পদক্ষেপ অনেকের চোখে প্রশংসনীয় ঠেকেছে, অনেক দেশ আপত্তিও জানিয়েছে। কিন্তু এসবের কোন কিছুতেই বিশেষ পাত্তা দিতে চাইছে না ভারত। কারণ আগে দেশ, তারপর সবকিছু। এভাবেই নিজের অবস্থান আরও দৃঢ় রাখার বার্তা দিলেন, বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর।
কয়েকদিন আগেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গলায় শোনা যায় বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রশংসাবার্তা। তাঁর বক্তব্য ছিল, ভারতের বিদেশমন্ত্রী কোনদিনই বিদেশের কাছে মাথা নত করেনি। আর সেটা শুধু পাকিস্তান বলেই নয়, বিশ্বের বহু দেশ ভারতের এই কড়া মনোভাবের প্রশংসা করেছে। রাশিয়া যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়াকে রক্তচক্ষু দেখায়। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ওপরে কার্যত নিষেধাজ্ঞা চাপায়। কিন্তু ভারত একটি কথাতেও কিন্তু বুড়ো আঙুল দেখায়নি। বরং, যতবার রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার প্রসঙ্গ বিদেশ বা অন্য কোথাও প্রশ্নের মুখে ঠেলেছে ভারতকে, ততবারই নিজের অবস্থান স্পষ্ট করেছেন এস.জয়শঙ্কর। এবার সেই যুক্তি আরও ভালোভাবে দিলেন বিদেশমন্ত্রী।
তাঁর বক্তব্য হচ্ছে, আমাদের দেশের বহু মানুষের দৈনিক রোজগার মাথা পিছু ২ হাজার ডলার। এদিকে জ্বালানি তেলের দাম যেভাবে বাড়ছিল, সেটা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল। তাই সবার আগে দেশের স্বার্থ দেখার কথাই জানিয়েছেন এস.জয়শঙ্কর। এই তেল কেনা নিয়ে গত এপ্রিলে আমেরিকা সফরের সময় তিনি জানিয়েছিলেন, ইউরোপ এক দিনে যে পরিমাণ জ্বালানি তেল কেনে, ভারত রাশিয়ার থেকে তার চেয়ে কম জ্বালানি তেল আমদানি করে এক মাসে। তাই ইউরোপ বা আমেরিকা যত যাই বলুক না কেন, নিজের মেরুদণ্ড সোজা রাখছে ভারত।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ