Market
বিশ্ব বাজারে তেলের দাম নিম্নমুখী। সেই মতন হাসিনা সরকারের তেলের দাম কমানোর ব্যপারে যথেষ্ট উদ্যোগ নেওয়া উচিৎ ছিল। কিন্তু বাস্তবে হল উলট পুরান। হাসিনা সরকার তেলের দাম তো কমালোই না। বরং এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হল জ্বালানি তেলের দাম। বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। আর এমন অবস্থায় দাঁড়িয়ে বিপিসির আয়ের অঙ্কটা একধাক্কায় বেড়ে গেল অনেকটা।
জানা গিয়েছে, শুধু জ্বালানি তেল বিক্রি করেই বাংলাদেশের কোষাগারে এসেছে ৪৮ হাজার কোটি টাকা। যা কার্যত রেকর্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, একদিকে যখন ভালোরকম মুনাফা লাভের পথে বাংলাদেশ সরকার হাঁটছিল, তখন কেন তেলের মূল্যবৃদ্ধিকেই হাতিয়ার করল বাংলাদেশ সরকার? তার অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে, এই খাতে সরকার ভর্তুকি দিতে তেমন একটা আগ্রহী নয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি বেশ কয়েক মাস ধরে প্রতিদিন ৭৭ কোটি টাকা লোকসানের বোঝা টেনে যাচ্ছিল। মনে করা হচ্ছে, লোকসানের ঘাটতি মেটাতেই নাকি জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। কিন্তু এই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে যে ছবিটা তুলে ধরা হয়েছে, সেটাও ফেলে দিয়েছে খানিক সংশয়ের মুখে। বিশ্ব বাজারে যখন তেলের দাম নিম্নমুখী ছিল, তখনো তেলের দাম কমানোর ব্যপারে অনীহা প্রকাশ করেছে বিপিসি। গত ৮ বছরে বিপিসির মুনাফা দাঁড়িয়েছে ৪৮ হাজার কোটি টাকায়। সরকারি বা বেসরকারি বিভিন্ন খাত যখন ভালোরকম ক্ষতির মুখে পড়েছিল, তখন বিপিসির মুনাফা বৃদ্ধি হয়েছে এক ধাক্কায়। ২০১৮ অর্থবর্ষে বিপিসি বাংলাদেশের সরকারি কোষাগারে ঢুকিয়েছে প্রায় ৫৬ হাজার ৩০৯ কোটি টাকা। ২০২০ এবং ২০২১ অর্থবর্ষে বিপিসি সরকারি কোষাগারে ঢুকিয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। মনে করা হচ্ছে, আগামী অর্থবর্ষেও ৯ হাজার কোটি টাকা দিয়ে সরকারি কোষাগার ভরাট করার কথা ভাবনা-চিন্তা করছে বিপিসি।
আবার অন্যদিকে একটি সূত্র বলছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত লোকসানের মুখ দেখে ৮ হাজার কোটি টাকার বেশি। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিপিসি যে পরিমাণ লাভের মুখ দেখেছে, তাতে করে এই ক্ষতির অঙ্ক মেটাতে খুব একটা সমস্যায় পড়তে হত না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে। তাই, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কতটা সরকারের পক্ষে গেল আর কতটা বাংলাদেশবাসির দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে দিল সেই নিয়েই তৈরি হয়েছে সংশয়। আমাদের বাংলাদেশের বন্ধুরা, আপনাদের মতামত জানান। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ কি? প্রতিবেদনটি ভালো লাগলে, লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ