Market
সময়টা বেশ ভালোই যাচ্ছে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির। সম্প্রতি কিনে নিয়েছেন অম্বুজা সিমেন্টের ব্যবসা। দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদক হিসেবে পথ চলা শুরু হয়েছে তাঁর। এমনকি অম্বানিকে পিছনে ফেলে দিয়ে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় উঠে এসেছেন ছয় নম্বরে। ব্যবসার দীর্ঘ প্রসার এবং চরম সাফল্য হাসি চওড়া করেছে গৌতম আদানির। কিন্তু এরই মাঝে উঠে এলো আদানি গ্রুপের অন্য একটা ছবি।
সূত্র মারফৎ জানা গিয়েছে, ব্যবসায়িক সাফল্যের শীর্ষে পৌঁছনোর জন্য একদিকে যেমন রকেট গতিতে উত্থান হয়েছে আদানির তেমনই অন্যদিকে কাঁধের ওপর চেপেছে বিরাট অঙ্কের ঋণ। চলতি বছরের মার্চ শেষে আদানি গোষ্ঠীর ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২.২২ ট্রিলিয়ন। গেল বছরের থেকে এই ঋণের অঙ্ক এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশ। এখন প্রশ্ন হচ্ছে, কেন ঋণভারে জর্জরিত আদানি গ্রুপ?
ব্যবসার সার্বিক প্রসার ঘটানোর জন্য আদানি গ্রুপের বিভিন্ন সংস্থা রয়েছে। তার মধ্যে যেমন উল্লেখযোগ্য আদানি পোর্ট, তেমনই আদানি উইলমার। আদানি গ্রুপের ছাতার তলায় এমনই অনেকগুলো কোম্পানি তাদের ব্যবসার বিস্তৃতি ঘটিয়েছে সাফল্যের সঙ্গে। আর যে কারণে আদানি গ্রুপ বিশ্বের অন্যতম তাবড় ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে উঠে এসেছে সামনের সারিতে। কিন্তু এখানেই তো থেমে থাকার পাত্র নন আদানি। তাই ব্যবসার প্রসার যাতে আরও ভালোভাবে হতে পারে সে কারণেই প্রয়োজন পড়ছে মোটা অঙ্কের বিনিয়োগের। তার জন্য ঋণ নিচ্ছেন ব্যাঙ্ক থেকে। সেই ঋণের অঙ্কই বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ২ ট্রিলিয়নের মাত্রা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ