Market
বিশ্ব অর্থনীতিতে কি মন্দার প্রকোপ পড়তে চলেছে? নতুন করে কর্মী ছাঁটাই হওয়ার আশঙ্কা কি আরও তীব্র হচ্ছে? না-হলে বিশ্বের প্রথম সারির সংস্থাগুলি কেনই বা কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করবে ঘরে-বাইরে? এই পরিস্থিতি নতুন করে আশঙ্কার পারদ চড়িয়ে দিল যখন জানা গেল, ওয়ালমার্টও হাঁটতে চলেছে সেই একই পথে। কর্মী ছাঁটাই করতে চলেছে ওয়ালমার্ট।
অ্যামাজনের পর এবার ওয়ালমার্ট। সংস্থা সূত্রে জানানো হচ্ছে, এবার ওয়ালমার্টকেও হাঁটতে হচ্ছে চাকরি ছাঁটাইয়ের কথা ভেবে। একসঙ্গে ২০০ জন কর্মচারিকে চাকরি থেকে ছাঁটাই করবে এই সংস্থা। যা ফের উসকে দিল জল্পনা। তাহলে কি, আর্থিক মন্দার কোপ অদূর ভবিষ্যতে আরও ব্যপক আকার নিচ্ছে? নেটফ্লিক্স থেকে গুগল- বিশ্বের প্রথম সারির এই সংস্থাগুলি নিঃসন্দেহে কর্মী নিয়োগের ব্যপারে এখন যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে। আর যে কারণে নিয়োগ প্রক্রিয়া এখনো অনেকটা ধীর গতিতেই হচ্ছে।
এখানেই জানিয়ে রাখি, আইটি সেক্টরে কিন্তু আর্থিক মন্দার বিষয়টা নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে দেশ-বিদেশের প্রথম সারির সংস্থাগুলির মধ্যে। কারণ, আর্থিক মন্দার কোপ যদি বিশ্ব বাজারে জোরদার হয় তাহলে আইটি সেক্টর কিন্তু নতুন করে বিপদের আঁচে ঘি ঢালবে। যদিও টিসিএস বা ইনফোসিসের মতন সংস্থাগুলি এখনই তাদের কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার পক্ষপাতী নয়। হ্যাঁ, এটা যেমন ঠিক যে, তারাও এখন নতুন করে কর্মী নিয়োগ না-করলেও আইটি সেক্টরের অবস্থা বেশ ভালো। বহু সংস্থাই কর্মী নিয়োগ করছে। আবার অন্যদিকে বেতন বৃদ্ধির দিকেও কাটছাঁট করার পরিকল্পনা রয়েছে সংস্থাগুলির। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনদিকে এগোয় সংস্থাগুলির ভবিষ্যৎ? সেটাই এখন দেখার। আপনার কি মতামত? ভারত আর্থিক মন্দার কবলে কি পড়বে? দেশীয় সংস্থাগুলি কি আদৌ নতুন করে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে? আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে চোখ থাকুক বিজনেস প্রাইম নিউজে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ