Trending

বড়দিনের আগে শুক্রবার বেশ খুশির দিন সিনেপ্রেমীদের কাছে। রিলিজ হল বলিউড এবং টলিউডের দুটি বিগ বাজেটের ছবি। ৮৩ র বিশ্বকাপ নিয়ে রণবীর সিং দীপিকা পাডুকোন এর ’83’ ও বাংলায় দেব ও পরান বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি টনিক।
যে দেশে ক্রিকেটকে ধর্ম হিসাবে দেখা হয়, সেখানে বলিউডের মেইনস্ট্রিম সিনেমায় উঠে আসল ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জেতার ঐতিহাসিক গল্প, যা ভারতীয়দের কোনও স্বপ্নপূরণের চেয়ে কম ছিল না। পরিচালক কবীর খানের ‘৮৩’ বেশ ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জই ছিল। শুধু পরিচালক হিসাবেই নয়। বরং এই সিনেমার মুখ্য অভিনেতা রণবীর সিং, যিনি কিংবদন্তী ক্রিকেটার কপিল দেবের জুতোয় পা গলিয়েছেন, তাঁকে নিয়েও। আর রণবীর সিংয়ের লুক ও অনবদ্য কপিল দেবের চরিত্রে।
টনিক (Tonic) খেলেই সারবে অসুখ। অপরদিকে ওই দিনই রিলিজ হচ্ছে বাংলা সিনেমা টনিক। বড়দিনে সকলের ঘরে ঘরে পৌছে যাবে টনিক। তবে এ টনিক সে টনিক নয়, দেব ও পরান বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবির ট্রেলার দেখে মনে হয় এ যেন এক ইচ্ছে পূরণের গল্প । এই ছবিতে দেব, পরান বন্দ্যোপাধ্যায় ছাড়াও বহুদিন পর অভিনয় করতে দেখা যাবে শকুন্তলা বড়ুয়াকেও।
একদিকে বিশ্বজয়ের গায়ে কাঁটা দেওয়া ইতিহাস অপরদিকে ইচ্ছেপূরণের মিষ্টি গল্প, কে বেশি মন ছুঁতে পারে দর্শকদের সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট