Daily
গত তিন বছরের সম্পর্কের টানাপোড়েনে তলানিতে ঠেকা সম্পর্ককে কি আবারও মজবুত করতে?
রত্না কি পারবেন রাজনীতির দাবায় কিস্তিমাত করে শোভনকে আবারও নিজের কাছে রাখতে?
রত্না কি পারবেন শোভনের জীবন থেকে ‘বৈশাখী’ চ্যাপ্টারটা চিরতরে ক্লোজ করতে?
শোভন চট্টোপাধ্যায়ের জীবনে বৈশাখীর উত্থানের সঙ্গে সঙ্গে একে একে হারাতে থাকেন মেয়র, মন্ত্রিত্ব, দলীয় বিধায়ক পদ। শেষ পর্যন্ত হারিয়ে ফেলেন তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে পাওয়া পদও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের কাননে আজ শুধুই বিষন্নতার ছায়া। আনুষ্ঠানিকভাবে ছিন্ন এক ফুল কিংবা জোড়া ফুলের সঙ্গে সম্পর্ক।
অন্যদিকে, শোভনের ছেড়ে যাওয়া সিংহাসনে শোভনের পাদুকা রেখে ক্রমশ লাইমলাইটে চলে আসা রত্না চট্টোপাধ্যায় কি পারবেন সেই কাননে আবার ফুল ফোটাতে?
যদিও শোভন চট্টোপাধ্যায় স্ত্রী রত্নার সঙ্গে যাবতীয় সম্পর্ক মেটাতে উদ্যোগী হলেও রত্না চট্টোপাধ্যায় কিন্তু হাল ছাড়তে নারাজ। আর কয়েক ঘণ্টা পর শুনানিতে কি আসতে চলেছে শোভন কাননে তার ওপরই নির্ভর করছে হার না মানা লড়াইতে শেষ হাসিটা কে হাসবেন। রত্না চট্টোপাধ্যায় না বৈশাখী বন্দ্যোপাধ্যায়? কোনটা হবে শোভন বাবুর ঠিকানা। গোলপার্কের বহুতলের আবাসন নাকি বেহালার চিরাচরিত শোভন কানন। উত্তর দেবে সময়ই।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।