Trending

করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতি ইতিমধ্যেই দুশ্চিন্তা বাড়িয়েছে। দ্বিতীয় ঢেউ চলে গেলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কাঁটা গোটা বিশ্ব। যা প্রায় আসার মুখে। আর এভাবেই সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।
সম্প্রতি হু প্রধান টেডরস আধানোম গেব্রিয়েসাস জানিয়েছেন, গোটা বিশ্ব জুড়ে করোনা সংক্রমণে ডেল্টা স্ট্রেনই সবচেয়ে বেশি আগ্রাসী। মহামারীর তৃতীয় ঢেউয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে গোটা বিশ্ব। তিনি বলেছেন, গোটা বিশ্ব জুড়ে ক্রমশই ছড়িয়ে পড়ছে ডেল্টা স্ট্রেন। তাই সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। একমাত্র সামাজিক দূরত্বই করোনা সংক্রমণে রাশ টানতে পারবে।
বর্তমানে গোটা বিশ্বের ১১১টি দেশে এই ডেল্টা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। ফলে এই ভাইরাসকে থামানো না গেলে তা গোটা বিশ্ব জুড়ে আরও ভয়াবহ রূপ নিতে পারে। সবমিলিয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এখন থরহরি কম্পমান গোটা বিশ্ব।
ব্যুরো রিপোর্ট