Bangladesh
সিনেমা- তা সে যে দেশেরই হোক না কেন, এই আর্ট ফর্মের সঙ্গে পুরোদস্তুর জড়িয়ে থাকে বিজনেস। মোটা অঙ্ক খরচ করে বানানো হয় একেকটি সিনেমা। তারপর শুরু হয় আসল অগ্নিপরীক্ষা। একটি সিনেমা হলে কতজন দর্শক টানতে পারছে, তার উপরেই নির্ভর করে সিনেমার লাভ-ক্ষতির অঙ্ক। একইসঙ্গে সিনেমা বক্স অফিসে সাফল্য পাবে কি পাবে না, সেটাও আবার কিছুটা নির্ভরশীল সিনেমায় কারা অভিনয় করছেন তাঁদের উপরে। কারণ সিনেমার মুখ বলতে তো তাঁরাই। সেই মতন অভিনেতা-অভিনেত্রীরাও পারিশ্রমিক হাঁকান বেশ ভালোই। আজ আমরা তুলে ধরব এমনই কিছু অভিনেতা-অভিনেত্রীদের সম্পত্তির পরিমাণ। তবে সেটা এই বাংলার নয়, বরং ঐ বাংলার। আসুন জেনে নেওয়া যাক, বাংলাদেশের প্রথম সারির পাঁচজন অভিনেতা-অভিনেত্রীর সম্পত্তির অঙ্কটা ঠিক কত।
৫। মাহিয়া মাহিঃ
তাঁকে বলা হয় প্রিন্সেস অফ ঢালিউড। তিনিই বাংলাদেশের বর্তমান প্রজন্মের নিউ সেনসেশন। বেশ কিছু প্রথম সারির ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনি। ২০১২ সালে ডেবিউ হয়েছিল মাহিয়া মাহির। তারপর আর ফিরে তাকাতে হয়নি। বর্তমানে এই অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ ৫ মিলিয়ন মার্কিন ডলার।
৪। ফিরদৌস আহমেদঃ
বাংলাদেশের টপ টেন সেলিব্রিটিজদের মধ্যে একজন ফিরদৌস আহমেদ। যিনি দুই বাংলাতেই অভিনয় করে গিয়েছেন সমানতালে। রয়েছে তাঁর নিজস্ব একটি ফিল্ম প্রোডাকশন হাউজ। পাঁচ বারের জাতীয় পুরষ্কার প্রাপ্ত এই অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৬ মিলিয়ন ডলার।
৩। পরিমণিঃ
বাংলাদেশের বর্তমান প্রজন্মের এই অভিনেত্রী হামেশাই থাকেন মানুষের চর্চায়। দুই বাংলার ভীষণ পরিচিত মুখ পরিমণি। তবে বাংলাদেশে এই অভিনেত্রী সবসময় রয়েছেন সিনে প্রযোজকদের পছন্দের লিস্টে একেবারে উপরের সারিতে। ২০২০ সালে ফোর্ব এশিয়ার ম্যাগাজিনে হান্ড্রেড ডিজিটাল স্টারের তালিকায় জায়গা করে নিয়েছিলেন এই ট্যালেন্টেড অভিনেত্রী। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৭ মিলিয়ন ডলার।
২। অনন্ত জলিলঃ
শুধু অভিনয় দক্ষতাতেই নয়। অনন্ত জলিলের পপুলারিটি তৈরি হয়েছে তাঁর পরিচালনা এবং প্রযোজনার মাধ্যমে। তাঁর পরিচালিত এবং অভিনীত সিনেমা নিঃস্বার্থ ভালোবাসা প্রিমিয়ার হয়েছিল ৬৬ তম কান চলচ্চিত্র উৎসবে। দর্শকদের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়ে নেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৮-১০ মিলিয়ন ডলার।
১। শাকিব খানঃ
বাংলাদেশের ১ নম্বর সুপারস্টার। তাঁর সিনেমা মানেই হাউজফুল। প্রযোজকরাও এই অভিনেতার ওপর ভরসা করেন অনেকটাই। তাই শাকিব খানের পারিশ্রমিক নিয়েও প্রযোজকরা দু’বার ভাবেন না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই অভিনেতা সম্পত্তির পরিমাণের দিক থেকে সবার চেয়ে এগিয়ে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২২ মিলিয়ন ডলার।