Daily

করোনার বিরুদ্ধে লড়াইতে আরও এক মাইলফলক ভারতের সেরাম ইনস্টিটিউটের। এবার শিশুদের জন্য তৈরি ভ্যাকসিন কোভোভ্যাক্সকে স্বীকৃতি দিল হু। আর কোভোভ্যাক্স এর জন্মস্থান হলো ভারতের সেরাম ইন্সটিটিউট। হু- এর এই এই সিদ্ধান্তে খুশি প্রকাশ করেছেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা।
জানা গিয়েছে, এসআইআই নভোভ্যাক্সের লাইসেন্সের অধীনে এই ভ্যাকসিন তৈরি করবে সেরাম ইন্সটিটিউট। সেরাম ইনস্টিটিউট এই ভ্যাকসিন তৈরির জন্য নভোভ্যাক্স, হু এবং গাভি-এর সঙ্গে চুক্তি করেছে। আগামী ৬ মাসের মধ্যে শিশুদের জন্য করোনা ভ্যাকসিন কোভোভ্যাক্স চালু করতে চলেছে এসআইআই। এই ভ্যাকসিনটি ৩ বছর বয়সী শিশুদের করোনা থেকে রক্ষা করতে সক্ষম বলে প্রমাণ পাওয়া গেছে।
সব ঠিক থাকলে এই ভ্যাকসিন শীঘ্রই ভারতে শিশুদের জন্য সহজলভ্য হবে। করোনার জন্য এই নতুন ভ্যাকসিন ঢাল হিসেবে ব্যবহৃত হবে। শিশুদের জন্য এই ভ্যাকসিনের খবর সামনে আসায় বেশ খানিকটা স্বস্তি এনেছে স্বাভাবিকভাবেই।
ব্যুরো রিপোর্ট