Daily

চীনের তৈরি করোনাভাইরাস প্রতিরোধক সিনোফার্ম’র টিকা জরুরি অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। শুক্রবারই এই টিকাটি তালিকাভুক্ত করা হয়েছে। এই প্রথম কোনো অ-পশ্চিমী দেশের তৈরি করোনার টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।
ডব্লিউএইচও এখন পর্যন্ত ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মর্ডার্নার তৈরি টিকাগুলি অনুমোদন দিয়েছে। তবে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দরিদ্র দেশগুলো চীনের তৈরি এই টিকাটি জরুরিভিত্তিতে অনুমোদন চাইছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সিনোফার্ম ভ্যাকসিনের অনুমোদনের ফলে আর্থিক ভাবে পিছিয়ে থাকা দেশগুলোতে জরুরিভাবে টিকা প্রয়োগ করা যাবে। বিশেষ করে যেসব দেশে লোকসংখ্যা বেশি ও স্বাস্থ্যকর্মীর ঝুঁকিতে রয়েছেন, তাদের জন্য বেশ কার্যকরী হবে।
১৮ বা তার চেয়ে বেশি বয়সীদের এই টিকা প্রয়োগের পরামর্শও দিয়েছে ডব্লিউএইচও। ‘হু’ জানিয়েছে , চীনের তৈরি করোনাভাইরাস প্রতিরোধক টিকা সিনোফার্মেরও দুটি ডোজই নিশ্চিত করতে হবে প্রত্যেক গ্রহীতাদের।
ব্যুরো রিপোর্ট