Trending

চ্যাট আর্কাইভ করার সুযোগ পাবেন হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা। আর চ্যাট একবার আর্কাইভ করা গেলে সেটা ঐ আর্কাইভ ফোল্ডারের মধ্যেই থাকবে। এমনকি নতুন মেসেজ এলেও আর্কাইভ চ্যাট আর হোয়াটস অ্যাপ থেকে বেরিয়ে আসতে পারবে না। অর্থাৎ ব্যবহারকারী চাইলে এখন থেকে অপ্রয়োজনীয় চ্যাটকে চোখের সামনে থেকে পরিষ্কার রাখা সম্ভব হবে।
ফেসবুক মালিকানাধীন এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বহুদিন ধরেই গ্রাহকদের দাবি ছিল চ্যাট আর্কাইভে রাখার। সেই আবেদনেই শীলমোহর দিয়েছে সংস্থা। এখন থেকে প্রয়োজন পড়লে চ্যাট আর্কাইভে যেমন রাখাও যাবে তেমনই তা আর্কাইভ ফোল্ডার থেকে বেরিয়েও আসবে না।
প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটস অ্যাপের এই নতুন ফিচারটি বিটা ভার্সনে চালু করা হয়েছিল। বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইওএস এই দুই ভার্সনেই পাওয়া যাবে। এছাড়াও হোয়াটস অ্যাপের মাল্টিপল ডিভাইস নিয়ে আলোচনা চলছে। যেখানে একসঙ্গে চারটি ডিভাইস থেকে একটি অ্যাকাউন্টে লগ-ইন করা যাবে।
ব্যুরো রিপোর্ট