Trending
বর্তমানে হোয়াটস অ্যাপ ছাড়া আমাদের জীবন অচল। মানুষের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে হোয়াটস অ্যাপ নিয়ে আসছে নিত্য নতুন ফিচার। যা একদিক থেকে ইউজারদের জন্য যথেষ্ট আকর্ষণীয় তো বটেই। কিন্তু আপনি কি জানেন, হোয়াটসঅ্যাপের পাশাপাশি আরেকটি অ্যাপও জনপ্রিয় হয়ে উঠেছে। তার নাম জিবি হোয়াটস অ্যাপ। কিন্তু এই জিবি হোয়াটস অ্যাপ কি আদৌ সুরক্ষিত? কী বলছেন টেক বিশেষজ্ঞরা?
জিবি হোয়াটসঅ্যাপ হল একটি এপিকে অ্যাপ। যার সিকিউরিটি যথেষ্ট কম। হোয়াটসঅ্যাপের যা ফিচার, সেই একই ফিচার পাওয়া যাবে এই অ্যাপেও। সঙ্গে আরও কিছু অতিরিক্ত ফিচার দেবে গ্রাহকদের সুবিধার জন্য।
যেহেতু এটি একটি ক্লোন অ্যাপ, তাই জিবি হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আপনার আসল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে।
এই অ্যাপটি পেতে গেলে এপিকে ফাইল ডাউনলোড করতে হবে। যা ইউজারের জন্য একেবারেই সুরক্ষিত নয়। এই অ্যাপ ব্যবহার করলে একেবারেই সুরক্ষিত থাকবে না ব্যবহারকারির তথ্য। ফলে তথ্য চুরির ভয় থেকেই যায়।
টেক বিশেষজ্ঞদের পরামর্শ, কখনই হোয়াটস অ্যাপের বিকল্প জিবি হোয়াটসঅ্যাপ হতে পারে না। তাই নিজের তথ্য সুরক্ষিত রাখার দায়িত্ব গ্রাহকদের। অযথা বিভ্রান্ত না হয়ে ভরসা থাকুক শুধু হোয়াটসঅ্যাপেই।
ব্যুরো রিপোর্ট