Daily

ভারতের নয়া নির্বাচিত ইন্টারনেট আইন রুখতে ভারতের বিরুদ্ধে মামলা ঢুকলো হোয়াটস অ্যাপ। গত বুধবার দিল্লি হাইকোর্টে মামলা করেছে হোয়াটসঅ্যাপ।
নতুন আইন অনুযায়ী বার্তা আদান–প্রদানের সেবায় নজরদারির সুযোগ চেয়েছে ভারত সরকার। ফেসবুকের মালিকানাধীন বার্তা আদান–প্রদানের সেবা হোয়াটসঅ্যাপে এনক্রিপ্টেড বার্তা পাঠানোর সুবিধা আছে। বার্তায় নজরদারির সুযোগ দিলে তা কোটি কোটি ব্যবহারকারীর গোপনীয়তার লঙ্ঘন হবে। সে সঙ্গে তাদের নিরাপত্তাও বিঘ্ন হবে বলে জানিয়েছে হোয়াটস অ্যাপ। মামলায় হোয়াটসঅ্যাপ বলছে আইনটি অসাংবিধানিক। কারিগরি বিশেষজ্ঞদের বক্তব্যের উল্লেখ করে বলেছেন, ‘ব্যবহারকারীর বার্তায় নজর রাখার সুযোগ করে দিলে তা প্রেরক ও প্রাপকের মধ্যে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা ভেঙে দেবে এবং এতে অপব্যবহারের সুযোগ তৈরি হবে।
দায়ের করা মামলাটির ব্যাপারে হোয়াটসঅ্যাপের যুক্তি , ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবহারকারীর নিরাপত্তা বজায় রেখে বার্তায় নজরদারির সুযোগ তৈরি করা কারিগরি দিক থেকেও সম্ভব না। পাশাপাশি মজিলা ও ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের মতো ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো হোয়াটসঅ্যাপের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
ব্যুরো রিপোর্ট