Prime
Daily
কোন পথে যাচ্ছেন বাংলার মৃৎশিল্পীরা
By sanchitabpn21 | September 12, 2021
Daily
অতিমারি আবহে সংকোচনের থাবা পড়েছে সর্বত্র। উৎসব থেকে প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে এসেছে ভয়। ফলে একদিকে যখন চলছে জীবন বাঁচানোর লড়াই, তখন অন্যদিকে চলছে জীবিকা বাঁচানোর যুদ্ধ।
পুজো এসে গিয়েছে। বাঙালির শ্রেষ্ঠ পুজোয় উৎসবের মেজাজ যেন তাল কেটেছে কোথাও। মৃৎশিল্পীদের মধ্যে সেই আগেকার ব্যস্ততা অনেকটাই ম্লান। বিক্রি নেই অথচ উৎসব ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আর দুর্গা পুজোর দিকেই তো তাকিয়ে বছরভর অপেক্ষায় থাকেন বাংলার লক্ষ লক্ষ মৃৎশিল্পীরা। করোনা আবহে তারা কোথায় যাবেন? কোন পথে যাচ্ছেন বাংলার মৃৎশিল্পীরা?
ব্যুরো রিপোর্ট