Trending

স্টারবাকস, বিশ্বের সর্ববৃহৎ কফি চেইন। সম্প্রতিই এই সংস্থার নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মণ নরসিমহা। কিন্তু জানেন কি বিশ্বের বৃহত্তম এই কফি চেইনের শীর্ষ কর্তার বেতন কত হতে চলেছে? শুনে আপনার চোখ হয়তো কপালে উঠতে পারে। স্টারবাকসের নতুন সিইও বার্ষিক বেতন পাবেন ১৭.৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় অঙ্কে যার পরিমাণ ১৪০ কোটি টাকা। অর্থাৎ প্রতিমাসে আনুমানিক ১১.৬৬ কোটি টাকা বেতন পাবেন লক্ষ্মণ নরসিমহা। এমনটাই জানা গিয়েছে দ্য গার্ডিয়ানের সূত্র থেকে।
স্টারবাকসের সাথে যুক্ত হওয়ার আগে তিনি দীর্ঘদিন রিকেট বেঞ্চকিসার সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সেখানেও কিন্তু তার বার্ষিক আয়ের পরিমানটা মোটেই কম ছিল না। পুরনো সংস্থায় থাকাকালীন তিনি বার্ষিক ৬ মিলিয়ন পাউন্ড অর্থাত্ ৫৫ কোটি টাকা বেতন পেতেন। কিন্তু এই সংস্থায় যুক্ত হওয়ার পর তার বার্ষিক বেতন এক লাফে দিগুণেরও বেশিতে গিয়ে দাঁড়িয়েছে।
বেতনের এই ব্যাপক বৃদ্ধির কারণটা খুবই স্বাভাবিক । নরসিমহা আগে যে সংস্থায় কাজ করতেন, তার বর্তমান বাজারমূল্য ৪৫০ কোটি পাউন্ড। আর এদিকে, স্টারবাকসের বার্ষিক লাভের অঙ্কই ৮৭০ কোটি পাউন্ড। দুই সংস্থার বাজারদর ও লাভের ফারাক এতটা বেশি হওয়ার কারণেই সংস্থার সিইও হিসাবে নিয়োগের পরে লক্ষ্ণণ নরসিমহার বেতনও কয়েক গুণ বেড়ে গিয়েছে।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ