Market
সময়ের সঙ্গে বদল এসেছে সিনেমার ভাষায়। কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে একেকটি সিনেমা কোন কোন সিনেমা। দেখছে বড়সড় লাভের মুখ, কোন কোন সিনেমা ব্যর্থ হচ্ছে প্রত্যাশা পূরণে। আসুন আজ আমরা জেনে নিই ভারতবর্ষের পাঁচটি ব্যয়বহুল সিনেমার নাম।
৫| বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ
মুক্তি পরের বছরে হলেও সিনেমাটি নিয়ে প্রত্যাশা কম নেই। অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত এই সিনেমার বাজেট ৩৭৫ কোটি টাকা।
৪| আদিপুরুষ
প্রভাস অভিনীত এই সিনেমাটি রামের জীবন নির্ভর। মুক্তি পাবে চলতি বছরেই। সিনেমা তৈরি করতে খরচ হয়েছে ৫০০ কোটি টাকা।
৩| পন্নিয়িন সেলভান
বিক্রম, ঐশ্বর্য রাই অভিনীত এবং মনিরত্নম পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের সেপ্টেম্বরে। সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছে ৫০০ কোটি টাকা।
২| ২.০
রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত এই সাই-ফাই সিনেমাটি রিলিজ করেছিল ২০১৮ সালে। সিনেমার বাজেট ছিল ৫৭৫ কোটি টাকা।
১| আরআরআর
এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। রাজামৌলি পরিচালিত এই সিনেমাটির বাজেট ৬০০ কোটি টাকা।