Daily
টাকা হাতে নিলে আমাদের মনে হতে পারে, টাকা তৈরি হয় কাগজ দিয়েই। কিন্তু সেটা একেবারেই ভুল। টাকা কাগজ দিয়ে তৈরি হয়না। বরং টাকা তৈরি করা হয় বিশেষভাবে। কারণ সাধারণ কাগজ দিয়ে তৈরি করা হলে টাকার চট করে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এমনকি খুব তাড়াতাড়ি টাকা ভিজেও যেতে পারে। তাই বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমেই টাকা তৈরি করা হয়।
দেশের শীর্ষ ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, টাকা তৈরি করা হয় বিশেষ একটি প্রক্রিয়ায়। টাকা তৈরি করতে ব্যবহার করা হয় তুলো এবং লিনেন। আমাদের দেশে যে সকল নোট চালু আছে, টাকা তৈরি করার জন্য সেই তুলো এবং লিনেনের নির্দিষ্ট একটি পরিমাণ থাকে। রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে টাকা তৈরির পদ্ধতি সম্পর্কে তেমনভাবে কিছু না জানানো হলেও, মনে করা হচ্ছে টাকা তৈরি করার জন্য মূলত ৭৫% তুলো এবং ২৫% লিনেন ব্যবহার করা হয়। তার সঙ্গে মেশানো হয়ে থাকে জিলেটিন। আর এই প্রক্রিয়াই নাকি একটি নোটের আয়ু অনেকটা বাড়িয়ে দেয়।
আগে মনে করা হত, টাকা তৈরির জন্য হয়ত ব্যবহার করা হয় প্লাস্টিক বা পলিমার জাতীয় উপকরণ। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে সেটা একেবারেই নাকচ করে দেওয়া হয়। বরং টাকা তৈরির এই উপকরণই একটি টাকার আয়ু অনেকটাই বাড়িয়ে দেয়। আপনি কি জানতেন, টাকা তৈরির উপকরণ কি কি? জানান আমাদের কমেন্ট বক্সে।