Market

আবারও হাসি চওড়া হল মুকেশ অম্বানির। টেলিকম সেক্টর থেকে খুচরো ব্যবসা। ভালোরকম লাভের মুখ দেখল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। দ্বিতীয় ত্রৈমাসিকে লাভের অঙ্ক পৌঁছে গিয়েছে ১৩ হাজার ৬৫৬ কোটি টাকায়। একইসঙ্গে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই ত্রৈমাসিকে সংস্থার রাজস্ব বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৩.৭ শতাংশ। একইসঙ্গে রাজস্বের অঙ্ক পৌঁছে গিয়েছে ২.৩৭ লক্ষ কোটি টাকায়। এই বিষয়ে রিলায়েন্স ক্যাপ্টেন মুকেশ অম্বানি ধন্যবাদ জানিয়েছেন, গ্রাহকদেরকেই। তিনি মনে করেন, গ্রাহকদের সংখ্যা বৃদ্ধির কারণেই রিলায়েন্সের এই রেকর্ড অঙ্কের মুনাফা।
একটি তথ্য সূত্রে খবর, শেষ হওয়া ত্রৈমাসিকেও রিলায়েন্স জিও-র উত্থান ভালোরকম চোখে পড়ছে। সংস্থার অপারেটিং প্রফিট ৫.১ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছে গিয়েছে ১২ হাজার ১১ কোটি টাকায়। জিও-র গ্রাহকদের সংখ্যাও বেড়েছে নজিরবিহীন। প্রায় ৭৭ লক্ষ গ্রাহক নতুন করে জিও-র কানেকশন নিয়েছেন। বর্তমানে, জিও ব্যবহারকারীর সংখ্যা পেরিয়েছে ৪ কোটি। শেষ হওয়া ত্রৈমাসিকে রিলায়েন্সের ডিজিটাল বিজনেস পৌঁছল প্রায় ৪৯.৫ শতাংশে। আর এই ডিজিটাল বিজনেস ছাড়াও খুচরো ব্যবসা থেকে ভালো অঙ্ক প্রফিট করেছে রিলায়েন্স। সেখানেও লাভের পরিমাণ ৪৪.৫% বৃদ্ধি পেয়ে পৌঁছে গেল ৫৭ হাজার ৬৯৪ কোটি টাকায়। এমনকি শেষ হওয়া ত্রৈমাসিকে আরও নতুন করে ৭৯৫টি স্টোর খুলেছে রিলায়েন্স।
এখানেই বলা প্রয়োজন, বিশেষজ্ঞদের একটা ভবিষ্যদ্বাণী ছিলই যে, শেষ হওয়া ত্রৈমাসিকে রিলায়েন্স ভালোরকম লাভের অঙ্ক দেখতে চলেছে। তাঁরা মনে করেছিলেন, লাভের অঙ্কটা বৃদ্ধি পেতে পারে প্রায় ১২% মতন। আর অঙ্কটা পৌঁছে যেতে পারে প্রায় ১৫ হাজার ২৬৩ কোটি টাকায়। এছাড়াও সংস্থার ওভারঅল গ্রোথ বৃদ্ধি পাবে ৩৪% মতন। সেক্ষেত্রে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের লাভের অঙ্কটা ছুঁয়ে ফেলতে পারে ২.২৫ লক্ষ কোটি টাকায়। দেখা যাচ্ছে, আর্থিক বিশেষজ্ঞদের এই অনুমান খুব একটা ভুল নয়। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপিটালাইজেশন ছুঁয়ে রয়েছে ২০০ বিলিয়ন ডলার মতন। বর্তমানে দেশের অন্যতম বড় সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে কর্মীর সংখ্যা প্রায় ১ লক্ষ মতন। রিলায়েন্সের এই রেকর্ড ব্রেকিং উত্থানের জন্য কর্মীদের অবদান অনেকটাই দায়ি বলে মনে করছে সংস্থা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ