Market

রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে এ রাজ্যে প্রচুর জনহিতকর কাজ ইতিমধ্যেই সম্পাদিত হয়েছে।
এবার কোয়েল চাষে উৎসাহ দিতে একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের হাতে ইনকিউবেটর মেশিন তুলে দিলো পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশনের সদস্যরা। এর আগেও স্বরোজগার কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন সামগ্রী প্রদান করে স্বনির্ভর গোষ্ঠীগুলির চলার পথ সুগম করা হয়েছে।
উলুবেড়িয়া ১ নম্বর ব্লক অফিসের এক অনুষ্ঠানে মেশিনটি তাঁদের হাতে তুলে দেন পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। এদিন প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের সামগ্রী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হয় বলে জানান হয় প্রশাসন তরফে। পাশাপাশি অনুষ্ঠানে ৩টি মহিলা গোষ্ঠীর হাতে ক্যাটারিং, ২টি গোষ্ঠীর হাতে বিউটি পার্লার, ৬টি গোষ্ঠীর হাতে মুড়ি ভাজার মেশিন, ১০টি গোষ্ঠীর হাতে টেলারিং এবং ১০টি গোষ্ঠীর হাতে মাশরুম চাষের জিনিসপত্র তুলে দেওয়া হয়।
স্বরোজগার কর্পোরেশন এভাবে তাঁদের পাশে দাঁড়ানোয় খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। নতুন করে বাঁচার পথ খুঁজে পাওয়ায় ও সংসারের কিছুটা দায়িত্ব নিজেদের কাঁধে নিতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা।
ব্যুরো রিপোর্ট