Daily

তীব্র গ্রীষ্মের দাবদাহ কাটিয়ে অবশেষে বঙ্গে আগমন ঘটেছে বর্ষার। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, শনিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু। শুক্রবার থেকেই দক্ষিণে বৃষ্টির দাপট বাড়বে অনেকটাই। শুক্রবার দিনভর গোটা কলকাতা জুড়ে বৃষ্টির সম্ভাবনা। তবে এখনই ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে রবিবার থেকে বৃষ্টিপাত বাড়ার পরিবর্তে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
তবে স্বস্তির কথা এই যে, দীর্ঘ ২০ দিন পর মৌসুমী বায়ু গতি পেয়েছে। বর্তমানে মালদা, ভাগলপুর ও রক্সৌলের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। তাই উত্তরবঙ্গের মালদার বেশিরভাগ অংশ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সর্বত্র বাড়বে বর্ষার দাপট। একই সঙ্গে আগামী দু-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে ঢুকে যাবে বর্ষা।
আবহাওয়া দপ্তরের তরফ থেকে বজ্রপাত নিয়েও আগাম সাবধানতার কথা জানানো হয়েছে। শুক্রবার থেকে গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। একইসঙ্গে রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। তবে রবিবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি পুনরায় ফিরে আসার সম্ভাবনা প্রবল।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ