Trending
কল্পতরু বাজেটে লক্ষ্মীলাভ। দ্বিগুন বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার। মনরেগার পালটা কর্মশ্রী। সিভিক, গ্রিন পুলিশ থেকে চুক্তিভিত্তিক কর্মী- বাড়ল বেতন। সমুদ্রসাথী প্রকল্পে মৎস্যজীবীদের দু-মাসের ভাতা। ভোটের আগে রাজ্য সরকারী কর্মীদের জন্য হাত উজার করে দিল রাজ্য সরকার। আরও বাড়ল ডিএ। মে মাসে ৪% ডিএ দেওয়ার ঘোষণা রাজ্যের। সরকারী কর্মীদের ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। আরও কী কী চমক থাকলো বাজেটে? দেখে নিন।
দ্বিগুন লক্ষ্মীর ভান্ডার
জেনারেল ক্যাটেগরির ভাতা ছিল ৫০০ টাকা, হচ্ছে ১০০০ টাকা। অন্যদিকে এসসি/ এসটি ক্যাটেগরির ভাতা ছিল ১০০০ টাকা, হচ্ছে ১২০০ টাকা
৪% বাড়ল ডিএ
এই নিয়ে একই বছরে দু-বার ডিএ বাড়াল রাজ্য সরকার। ডিএ ছিল ১০%, হচ্ছে ১৪%
মনরেগার পাল্টা কর্মশ্রী
কেন্দ্রের ১০০ দিনের পালটা রাজ্যের ৫০ দিনের কাজ। বাজেটে নতুন প্রকল্প ঘোষণা। কর্মশ্রী প্রকল্পে বছরে ৫০ দিনের কাজ। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি
সিভিক, গ্রিন পুলিশ থেকে মিড দে মিল রাধুনি- সকলের জন্য ভাতা বৃদ্ধির প্রস্তাবনা রাজ্য বাজেটে। বরাদ্দ হল ১৮০ কোটি টাকা। রাজ্য বাজেটে প্রস্তাব অনুযায়ী, সিভিক ভলান্টিয়ারদের বেতন ছিল ৮,৯৯৯ টাকা, হচ্ছে ৯,৯৯৯ টাকা। গ্রিন পুলিশদের বেতন ছিল ৮,৯৯৯ টাকা। হচ্ছে, ৯,৯৯৯ টাকা। ভিলেজ পুলিশদের বেতন ছিল ১০,৫০০ টাকা। হচ্ছে ১১,৫০০ টাকা
মৎস্যজীবীদের জন্য চালু সমুদ্রসাথী প্রকল্প
বর্ষাকালে দু-মাস সমুদ্রে যাওয়া নিষিদ্ধ থাকায় এই দুই মাস ভাতার কথা ঘোষণা করল রাজ্য। চালু হল সমুদ্রসাথী প্রকল্প।
শস্যবীমার প্রিমিয়াম মুকুব রাজ্যের
আলুচাষিদের জন্য কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ হল এই প্রকল্পে।
৫ লক্ষ চাকরির ঘোষণা, কর্মসংস্থান নিয়েও বাজেটে মুখ খুলল রাজ্য।
২০২৪-২৫ অর্থবর্ষের জন্য মোট ৩ লক্ষ ৬৬ হাজার ১৬৬ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য, জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে ভোটে হারার ভয়। বাজেটজুড়ে শুধুই প্রতিশ্রুতি। কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
লোকসভা নির্বাচনের আগে জনমোহিনী জোয়ারে ভাসল রাজ্য বাজেট। এদিন বাজেট পেশের সময় একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে, কীভাবে আয় হবে? সেই নিয়ে সেটার কোন নির্দিষ্ট দিশা দেখা গেল না। রাজ্যের ঘাড়ে বিরাট অঙ্কের ঋণের বোঝা। সেই ব্যাপক ক্ষতির ভরপাই কীভাবে হবে? আর কীভাবেই বা জনমুখী প্রকল্প বাস্তবায়িত হবে? নাকি শুধু প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে? সে নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবিষয়ে আপনাদের কী মতামত? জানান কমেন্ট বক্সে। সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।