Market

উৎপাদনে ঘাটতি। যোগানে টান। যে কারণে সিজেন হোক বা অফ সিজেন – কার্যত শনির দশা চলছে গাড়ি বাজারে। আর ঠিক যে কারনে মুখ থুবড়ে পড়েছে ঝালাই শিল্প।
আসলে, গাড়ি উৎপাদনের যে সমস্ত যন্ত্রাংশ প্রয়োজন হয়, তার বেশিরভাগটাই আসে ঝালাই শিল্পের থেকে। স্পষ্টভাবে বলতে গেলে, গাড়ি বাজারে বিক্রি বা উৎপাদনের জোয়ার ভাটার উপর নির্ভর করে ঝালাই শিল্পের ভিত্তি। ভারতের বাজারে ঝালাই শিল্পের থেকে উৎপাদিত পণ্যের ৭০% ব্যবহৃত হয় গাড়ি শিল্পে। তবে বিগত কয়েক মাস ধরে অর্থনীতির ঝাপটা আর সেমিকন্ডাকটারের যোগানে ঘাটতির কারণে গাড়ি শিল্প এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে।
এর পাশাপাশি বাড়ছে ইস্পাতের দাম। তার উপরে আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির বাজার বৃদ্ধি নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছে আশার বার্তা। সব মিলিয়ে গাড়ি বাজারের ভবিষ্যৎ আদৌ মসৃণ কি না, সেটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে।
গাড়ি শিল্পে টান পড়লে, হুড়মুড়িয়ে পড়ে গিয়ে ধুলোয় মিশবে ঝালাই শিল্পও। আর দেশীয় বাজারে এই শিল্পের সাথে যুক্ত প্রায় ছ’লক্ষ কর্মীর জীবন জীবিকা কোন পথে এগোবে, সরকারই বা কি পদক্ষেপ নেবে, এখন সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট