Trending
বৃষ্টির হাত থেকে আপাতত রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তর দিনাজপুরের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অতিভারি বর্ষণ না হলেও উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি।
বৃষ্টিপাত
আগামী ৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোচবিহারে আগামী ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হতে পারে মাঝারি বৃষ্টি। ১১ এবং ১২ সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ একটু কম হবে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।
তাপমাত্রা
তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলেই জানা গিয়েছে। তবে ১০ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। তবে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবেনা। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩১-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
পরামর্শ
ভারি বর্ষণের সম্ভাবনা না থাকলেও কৃষকবন্ধুদের প্রয়োজনমত সেচের পরামর্শ দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গ্রামীণ কৃষি মৌসম সেবা কেন্দ্র এবং ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ। যেহেতু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই জমির নিকাশি ব্যবস্থার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন পড়লে রাসায়নিক স্প্রে করতে হবে বলেও জানানো হয়েছে।
ব্যুরো রিপোর্ট