Trending
অব্যাহত বৃষ্টিপাত উত্তরবঙ্গে। ভারি বৃষ্টি না হলেও হালকা বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হলেও ভারি বৃষ্টি জারি থাকবে উত্তর দিনাজপুরে।
বৃষ্টিপাত:
আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে মাঝারি। আলিপুরদুয়ারে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মাঝারি পরিমাণ বৃষ্টি হলেও ৮ সেপ্টেম্বর থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা:
আগামী ৯ তারিখ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকবে। স্বাভাবিক থাকবে সর্বনিম্ন তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ থাকবে ৮৩ থেকে ৯৩ শতাংশের মধ্যে। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৭ থেকে ৬৫ শতাংশ।
পরামর্শ:
বৃষ্টির সম্ভাবনা থাকার কারণে কৃষক বন্ধুদের প্রয়োজনমতো সেচের পরামর্শ দেওয়া হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গ্রামীণ কৃষি মৌসম সেবা কেন্দ্র এবং ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ এর তরফ থেকে। প্রয়োজনমতো রাসায়নিক স্প্রে করার কথাও যেমন বলা হয়েছে। তেমনই জমির নিকাশি ব্যবস্থা ভালো করার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট