Prime
Daily
ভারী থেকে অতিভারি বৃষ্টিতে ভাসবে একাধিক রাজ্য, পূর্বাভাস আইএমডি সূত্রে
By Business Prime News | June 25, 2021
Daily
প্রবল বৃষ্টিতে ভাসতে পারে দেশের একাধিক রাজ্য। আগাম সতর্কতা জারি করলো ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)।
বর্ষা এসেছে আগেই। এবারে অন্যান্য বছরের তুলনায় বেশি বৃষ্টি হবে, তা আগেই জানিয়েছিল বিশেষজ্ঞরা। এবার ভারী থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হলো দেশের বেশ কয়েকটি রাজ্যে। বাংলা, ওড়িশা, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, গুজরাট, অসাম, মেঘালয়, নাগাল্যান্ডে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
আগামী বেশ কয়েকদিন অর্থাৎ ২৮ শে জুন অবধি ভারী বৃষ্টির পুর্বাভাস দিলো আইএমডি। ভাসবে রাজ্য, আরও একবার প্রবল দুর্ভোগের মুখে পড়তে চলেছে মানুষ।
ব্যুরো রিপোর্ট