Daily

গদি ছাড়লেও খবরের পাতায় এখনও রয়েছেন তিনি। তা সে ভালো হোক কি মন্দ। সোশ্যাল মিডিয়ার দৌলতে আরও একবার তিনি আলোচনার শিরোনামে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট এবং ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।
হঠকারী সিদ্ধান্ত এবং তা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া মারফৎ বারবার আনার জন্য বহুবার সমালোচিত হয়েছেন তিনি। ক্যাপিটাল হিলে দাঙ্গার পর তাঁকে নিষিদ্ধ করে দেয় ফেসবুক। রাষ্ট্রনেতার বিরুদ্ধে এমন পদক্ষেপ যা এককথায় ছিল নজিরবিহীন। তবে প্রশ্ন উঠেছে, ট্রাম্পের ওপর কি চিরকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হবে? এই বিষয় নিয়ে আলোচনার জন্য ফেসবুকের ২০ সদস্য ওভারসাইট বোর্ডের কাছে যায়। যাকে এককথায় ফেসবুকের শীর্ষ আদালত বলা যেতে পারে। এখন বোর্ড কিভাবে ট্রাম্পকে নিয়ে কী পদক্ষেপ সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট