Daily
ক্লার্ক পদে চাকরির সুবর্ণ সুযোগ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ২০১৯ সালে কমিশনের অধীনে ক্লার্কশিপের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল প্রার্থীদের টাইপিং টেস্টের তালিকা প্রকাশ করা হয়েছে। চাকরি প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক https://wbpsc.examsonline.co.in।
কমিশনের তরফে জানানো হয়েছে যে, টাইপিং টেস্ট শুরু হবে জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম দিকে। প্রথম পর্যায়ের পরীক্ষার আপডেটেড লিস্ট থেকে মোট ৯,৬৯৩ জনের নাম, টাইপিং টেস্টের জন্য বাছাই করা হয়েছে। প্রার্থীদের গড় নম্বর একই থাকলে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাতে প্রাপ্ত নম্বর ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার ইংরেজী বিষয়ের নম্বরের ভিত্তিতে ও বয়সের ঊর্দ্ধক্রম অনুযায়ী টেস্টের জন্য ডাকা হবে। মোট ৭,২২৭টি শূন্যপদে নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন।
প্রার্থীদের তাদের নিজস্ব রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্টের একটা কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের মত প্রয়োজনীয় নথিগুলো গেজেটেড এ অফিসারদের কাছ থেকে অ্যাটেসটেড করিয়ে নিতে হবে। একইসঙ্গে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশ ফর্ম আগামী ৫ জানুয়ারি ২০২০ এর মধ্যে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে জমা করতে হবে।
ব্যুরো রিপোর্ট