Daily

দীর্ঘদিন হতে চললো পড়ুয়ারা স্কুল, কলেজমুখো হয়নি। অতিমারির ভয়াবহতা রুখতেই যদিও স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সমস্তকিছু এতদিন ধরে এক্কেবারে বন্ধ। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে। ছন্দে ফিরছে জীবন – যাপন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ১৬ই নভেম্বর থেকে রাজ্যে খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠা। তাই এবার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে অফলাইনে। অফলাইনে পরীক্ষা নেবে, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ২৩ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স ফর ইঞ্জিনিয়ারিং, ফার্মা এবং আর্কিটেকচারের পরীক্ষা অফলাইনে দিতে পারবেন পরীক্ষার্থীরা। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে ফর্ম ফাইল আপ প্রক্রিয়া। প্রথাগত নিয়মেই, ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। যদিও পরীক্ষার ফল কবে বেরোবে, সে বিষয়ে বোর্ডের তরফে কিছুই জানানো হয়নি।
ব্যুরো রিপোর্ট