Daily

রাজ্যের কৃষকদের আর্থিকভাবে কতটা মজবুত করা যায় সেদিকে বরাবর নজর রেখেছে রাজ্য সরকার। এবার সেই লক্ষ্যপূরণে কৃষকদের উন্নতমানের বীজ কিভাবে পৌঁছে দেওয়া যায় একইসঙ্গে কর্মচারীদের বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করা যায় তাই নিয়েই রাজ্য বীজ নিগম কর্মী সমিতির সপ্তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুরের সৈকত শহর নিউ দীঘায়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, বাঁকুড়া জেলা পরিষদের সহসভাধিপতি শুভাশিষ বটব্যাল, কৃষিবিজ্ঞানী ডঃ প্রণব চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগমের প্রধান পরিচালক প্রদীপ মন্ডল সহ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের নেতৃত্বরা। এই সম্মেলনের গুরুত্ব কতটা শুনে নেওয়া যাক।
ফলন উৎপাদনে যাতে কোন ব্যাঘাত না ঘটে। পাশাপাশি চাষিদের ইনকামে যাতে কোনরকম ভাটা না নামে- এই সবই হল সম্মেলনের মূল উদ্দ্যেশ্য। জানালেন বাঁকুড়া জেলা পরিষদের সহ সভাপতি শুভাশিস বটব্যাল।
দুদিনের এই সম্মেলন গতকাল থেকে শুরু হলেও শেষ হবে আজ বিকালে। এই সম্মেলন থেকে বিগত দুই বছরে কর্মচারীদের বিভিন্ন দাবীদাওয়া উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হবে। এই সম্মেলনের জন্য অনেকটাই উপকৃত হবেন কৃষকবন্ধুরা। উন্নতমানের ফসলের বীজ পেলে তাঁদেরও অর্থনৈতিক দিকটা অনেকটা মজবুত হবে।
প্রসূন ব্যানার্জী
পূর্ব মেদিনীপুর